RG Kar:'জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, মন প্রাণ দিয়ে তাদের পাশে আছি', বললেন ৮০-র মহিলা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিনন্দন জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষায় ৮০ বছরের মহিলা।
ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে গ্যালারি থেকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও ভয়াবহ খুনের ঘটনার তীব্র প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, এই অজুহাতে সেই ম্যাচ বাতিল করা হয়েছিল। যদিও তাতে প্রতিবাদের কণ্ঠরোধ করা যায়নি। সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকেরা। হাজির হয়েছিলেন মহমেডানের (Mohammedan Sporting) সমর্থকেরাও। স্লোগান উঠেছিল, 'দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আর জি কর।'
আর জি করে নারকীয় ঘটনার বিয়াল্লিশ দিন পরেও মশাল হাতে কলকাতার রাস্তায় নামল নাগরিক সমাজ। বিশাল মিছিলে আছড়ে পড়ল জনস্রোত। ২০১১ সালের পর, ঘুমিয়ে পড়া নাগরিক আন্দোলনকে, অবশেষে যেন ফের জাগিয়ে তুলল আর জি কর কাণ্ড। আর শুক্রবারের মশাল মিছিলে ফের পা মেলালেন ময়দানের তিন প্রধানের সমর্থকেরা। ব্যানার তুলে ধরা হল, তিলোত্তমার পাশে ময়দান। সঙ্গে মুষ্টিবদ্ধ তিনটি হাতের স্কেচ। একটি হাতের রং লাল-হলুদ, একটি সবুজ-মেরুন ও তৃতীয়টি সাদা কালো। ময়দানের তিন ক্লাবের পতাকার রং।