RG Kar Live: 'ভয় পেয়েছে পুলিশ।' নবান্নে পুলিশের সাংবাদিক সম্মেলনের পর দাবি সজল ঘোষের
ABP Ananda Live: 'নবান্ন অভিযান ঘিরে সরকার কিন্তু কাঁপছে । আসলে পুলিশ ভয় পাচ্ছে । সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনও শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া যাবে না । বাঙাল-ঘটি মিশে গেছে , জনগণও কাল মিশে যাবে। পুলিশ বারবার বলছে গণ্ডগোল হবে, তারমানে বুঝে নিতে হবে পুলিশ কোথাও না কোথাও জড়িত আছে', মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের ।
আরও খবর, আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এরপর দেবাশিসকে নিজাম প্যালেসে ডেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগে উঠে এসেছে দেবাশিস সোমের নাম। হাসপাতালে নানা রকম আর্থিক অনিয়মে তিনি জড়িত ছিলেন অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার।