RG Kar Protest : 'পুলিশ রাস্তায় ফেলে মেরেছে, শাঁখা ভেঙে দিয়েছে', অভিযোগ অভয়ার মায়ের
ABP Ananda LIVE : তাঁকে রাস্তায় ফেলে মারা হয়েছে। এমনভাবে মারা হয়েছে আঘাত পেয়েছেন মাথায়। ভেঙে গিয়েছে তাঁর শাঁখাও। অভিযোগ করেছেন অভয়ার মা। রক্ত ঝরেছে অভয়ার বাবারও। এই পরিস্থিতিতে অসুস্থ অভয়ার মা-কে নিয়ে যাওয়া হল মেডিকা হাসপাতালে। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে। অসুস্থ অভয়ার মা-কে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেডিকা হাসপালাতের এমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা অভয়ার মায়ের প্রাথমিক প্যারামিটারগুলি খতিয়ে দেখছেন। জানা গেছে, গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মাঝেমধ্যেই তিনি ঝিমিয়ে যাচ্ছিলেন। তাঁর স্ক্যান করা হতে পারে। এই মুহূর্তে জানা যাচ্ছে, তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। আন্দোলনকারীরা একে একে হাসপাতাল চত্বরে জড়ো হচ্ছেন। এদিকে জানা যাচ্ছে, একদিকে যখন হাসপাতালে অভয়ার মা ও বাবার চিকিৎসা করা হচ্ছে, তেমনি আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জে যে কজন আন্দোলনকারী জখম হয়েছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে ছয় জনকে হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে।


















