RG Kar Protest: আজ রাতে অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত মেট্রো রেলের! ABP Ananda Live
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচি। রাতে রেক বাড়ানোর সিদ্ধান্ত মেট্রো রেলের। অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত। রাত ১০টা ও ১০টা ২০-তে ছাড়বে বিশেষ ট্রেন। দমদম ও নিউ গড়িয়া থেকে ছাড়বে, দাঁড়াবে সব স্টেশনে। প্রত্যেক স্টেশনে দাঁড়াবে বিশেষ মেট্রো।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের। আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিক্যালে। কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝরাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই-পুলিশের বচসা।