RG Kar Case: স্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা, রাতের খাবার এল নানা জায়গা থেকে। ABP Ananda Live
স্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের জন্য রাতের খাবার এল যাদবপুর, এসএসকেএম সহ বিভিন্ন জায়গা থেকে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন সহ নাগরিকরা।
পরিবার থেকে সুপ্রিম কোর্ট। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের পোস্টমর্টেম ঘিরে নানা প্রশ্ন সেই প্রথম দিন থেকেই উঠছে।এই পরিস্থিতিতে এবিপি আনন্দর হাতে এল, ময়নাতদন্তের আগের দুটো নথি! যেখানে দেখা যাচ্ছে, বিকেল ৪টের পর সেদিন ময়নাতদন্ত করার জন্য় পুলিশের বিশেষ অনুমতি চেয়েছিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ। তারপরই ময়নাতদন্ত করতে বিশেষ অনুমতি দিয়ে দেয় টালা থানা! মৃতদেহ উদ্ধারের অন্য়তম প্রত্য়ক্ষদর্শী, সারিফ হাসান এদিন প্রথমবার মুখ খুলেছেন এবিপি আনন্দে।
আরজি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। তাঁর দাবি, ওই তরুণী চিকিৎসক বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই অভিযোগ করেছিল। এর আগে এক ব্য়ক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিলেন বলেও দাবি করেছেন তিনি। কিনতু, তার প্রেক্ষিতে কী ব্য়বস্থা নেওয়া হয়েছিল? জানেন না কেউ।