RG Kar News: 'তদন্ত আরও এগোতে হবে, আমরা কখনও CBI চাইনি', বললেন নিহত চিকিৎসকের মা-বাবা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাল আর জি কর-কাণ্ডে সাজা ঘোষণা । সাজা ঘোষণার আগে এবিপি আনন্দ-র মুখোমুখি নিহত চিকিৎসকের মা-বাবা । সঞ্জয় রায় একা নয়, আরও ৫০ জন জড়িত' । অপরাধীরা শাস্তি পাবে, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাই' CBI-এর ভূমিকায় ক্ষুব্ধ নিহত চিকিৎসকের মা-বাবা । 'CBI সঠিক তদন্ত ঠিক করে করেনি' । 'সঞ্জয় রায় এখনও মুখ খোলেনি, ওকে কে পাঠিয়ে ছিল?' । আমার মেয়ে ওখানেই ঘুমাবে, সেটা জানল কীভাবে?' । কার নির্দেশে সেমিনার হলে গেছিল সঞ্জয়?' । 'সঞ্জয় কেন বলছে না, আর কে কে জড়িত?' । কোথায় মেয়েকে খুন করা হয়েছে, সেটাই CBI বলতে পারেনি' । সেদিন রাতে মেয়ের সঙ্গে ডিউটিতে থাকা ৪ জন মিথ্যা বলছে' । 'তদন্ত আরও এগোতে হবে, আমরা কখনও CBI চাইনি' । 'হাইকোর্টে নজরদারিতে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম'


















