RG Kar Protest: এবার নিজের আঁকা ছবি হাতে পথে-প্রতিবাদে শিল্পী সনাতন দিন্দা। ABP Ananda Live
শ্য়ামবাজারে ছবি এঁকে প্রতিবাদ। ক্যানভাসে-ক্যানভাসে উঠে এল প্রতিবাদের কথা। পথে দাঁড়িয়ে ক্যানভাসে ছবি এঁকে প্রতিবাদ শিল্পী সনাতন দিন্দার। SFI-DYFI এর ধর্নামঞ্চেও প্রতিবাদের মাধ্য়ম ছবি। ২০ জন শিল্পী ছবি এঁকে সামিল হলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে রাজভবন অভিযান করল চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। রাজ্যপালকে না পেয়ে, রাজভবনে শুধু ডেপুটেশন দিয়েই ফিরলেন তাঁরা। ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপালের না থাকা নিয়ে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন ইঞ্জিনিয়াররাও।
এবার ধর্নায় বসল সাগর দত্ত মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের একাংশ। বৃহস্পতিবার মেডিক্য়াল কলেজ কাউন্সিলরের বৈঠক চলাকালীন হামলা চালাবার ঘটনায়, অধ্য়ক্ষ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ তুলে ধর্নায় বসলেন পড়ুয়াদের একাংশ। যদিও অধ্য়ক্ষের দাবি, আক্রান্ত চিকিৎসকের তরফে আগেই অভিযোগ জানানো হয়েছে, পাশাপাশি তিনিও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্য়দিকে, হামলার ঘটনার পর শুক্রবারই, শনিবারের মধ্য়ে অভিযুক্ত চিকিৎসক পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়।