RG Kar Protest: সিবিআই তদন্ত নিয়ে এবার বিজেপির অন্দরেও ক্ষোভ-অসন্তোষ স্পষ্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিবিআই তদন্ত নিয়ে সোমবারই ক্ষোভ উগরে দিয়েছে আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসকের পরিবার। ক্ষোভ তৈরি হয়েছে জনমানসেও। এবার বিজেপির অন্দরেও ক্ষোভ-অসন্তোষ স্পষ্ট হল। দিলীপ ঘোষ বললেন, আমরা সিস্টেমের কারও ওপরই সন্তুষ্ট নই। শুভেনদু অধিকারী বলেন, তিনিও ব্যক্তিগতভাবে এই রায়ে খুশি নন। মুখ খুলেছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের মতো বিজেপি নেতাও। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে সিপিএম, কংগ্রেস।
চব্বিশ ঘণ্টার মধ্য়েই শিয়ালদা কোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য় সরকার
চব্বিশ ঘণ্টার মধ্য়েই শিয়ালদা কোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য় সরকার। কাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এদিকে আজও মালদার সভা থেকে, ফের সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলেছেন মুখ্য়মন্ত্রী। বললেন, "এটা জাজমেন্ট? আমি শকড্!" পাল্টা, তিলোত্তমার বাবা বলছেন, ''মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে, এগিয়ে এসে কোনও কিছু করতে হবে না, কারণ উনিই সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করেছেন।'' রাজ্য় সরকারের হাইকোর্টে যাওয়ার নেপথ্য়ে অন্য় গন্ধ পাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। তীব্র আক্রমণ করেছেন শুভেনদু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর মতো বিরোধী নেতারা।


















