RG Kar Update: আটচল্লিশ ঘণ্টার প্রতীকী কর্মবিরতিতে ফর্টিস হাসপাতাল
ABP Ananda Live: আজ সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।
আরও খবর, ধর্ষণ খুনের পর সরকারের সমালোচনায় গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধান। 'সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাল্লায় কলেজে কলেজে আর জি কর মডেল'। চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের।

















