RG Kar Upadte: প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়
ABP Ananda Live: ঝোঁকেনি শিরদাঁড়া, প্রতিবাদ আঁকড়েই পুরসভায় তপোব্রত রায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে গতকাল রেড রোডে আটক। প্রায় ৪ ঘণ্টা পর ময়দান থানা থেকে ছাড়তেই যান ধর্মতলার অনশনমঞ্চে। আজও 'উই ডিম্যান্ড জাস্টিস' লেখা ব্যাজ পরে গেলেন কলকাতা পুরসভায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়।
আরও খবর, আর জি কর-এর জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার অনশনে বসলেন লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। ৩৬ ঘণ্টার অনশন চলছে লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজে। অনশনে অংশ নিয়েছে কিং জর্জ মেডিক্যাল কলেজের ২ চিকিৎসক। অভয়াকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিরাপত্তায় সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্টেরও দাবি তুলেছেন তাঁরা। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আরও ৩ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র। কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক বেড়ে ৩৯ শতাংশ। ১ জুলাই থেকে কার্যকর বর্ধিত ডিএ।