RG Kar Update: শারীরিক অবস্থার অবনতি, অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা
ABP Ananda Live: অনিকেত, আলোক, অনুষ্টুপ, পুলস্ত্যর পর তনয়া। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা। কলকাতা মেডিক্যালের জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। অনশন মঞ্চে আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তনয়া। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
আরও খবর, মুখ্য়সচিবের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির বৈঠকেও কাটল না জট। ১০টির মধ্যে ৩ দাবি নিয়ে কোনও টাইমলাইন নয়। স্বাস্থ্যসচিবের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন ও হেলথ রিকরুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে পরে সিদ্ধান্ত। বৈঠকে জানালেন মুখ্যসচিব। '১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব। আজ সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।