(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Live: আরজি কর ইস্যুতে একজোট ছাত্রসমাজ, বাড়ছে আন্দোলনের তীব্রতা। ABP Ananda Live
ABP Ananda Live: চিকিৎসককে ধর্ষণ-খুনে ফুঁসছে বাংলা। বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করেই খুন। শ্বাসরোধ করে হত্যার আগে অকথ্য অত্যাচার। গোপনাঙ্গে গভীর ক্ষত, মাথায় চোট। বলছে ময়নাতদন্তের রিপোর্ট। সেমিনার রুমে একাই ছিলেন নির্যাতিতা, কীভাবে জানল সঞ্জয়? তাহলে কি জড়িত আরও কেউ? ৩০ ক্যামেরার ফুটেজের সূত্রে রহস্যের জট খোলার চেষ্টায় লালবাজার। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি গিয়ে পুলিশকেই মুখ্যমন্ত্রীর ডেডলাইন। রবিবার পর্যন্ত সময়, না হলে সিবিআই। জেরারেল বডি মিটিংয়ে এবার আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের ডেডলাইন। ৬ দফা দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের সমন্ত মেডিক্যাল কলেজের পড়য়াদের। আরজি কর কাণ্ডে সিবিআই চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি। শুভেন্দু-কৌস্তভ ছাড়াও হাইকোর্টে ৫ মামলা দায়ের। প্রধান বিচারপতির এজলাসে আজ শুনানি। চাপের মুখে সকালে আরজি কর থেকে ইস্তফা, সরকারি চাকরিও ত্যাগ। বিকেলেই ন্যাশনাল মেডিক্যালে বহাল! বিতর্কিত সেই অধ্যক্ষেই আস্থা সরকারের!