WB News:অশোকনগরে নাবালিকা নির্যাতনের অভিযোগ তুলে পরিবারের উপর চাপসৃষ্টির অভিযোগ TMCনেতার বিরুদ্ধে
ABP Ananda LIVE: কসবা কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। আর এরই মধ্যে এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে নাবালিকা ধর্ষণের অভিযোগ তুলে নিয়ে পরিবারের উপর চাপসৃষ্টির অভিযোগ উঠল ২ তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকী গায়ের জোরে, পকসো আইনের ১০ নম্বর ধারার বদলে লঘু ধারা অর্থাৎ ৬ নম্বর ধারা প্রয়োগেরও অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।
কসবার ল'কলেজের ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। আর সেখানে অভিযুক্তদের নামের জায়গায় অক্ষর লেখা হয়েছে। এই নিয়ে শাসকদল এবং পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দল। 'এটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে কলকাতা পুলিশ ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র?' কসবাকাণ্ডে FIR-এ অভিযুক্তদের নামের অক্ষর আক্রমণ বিজেপির। FIR-এ মনোজিৎ মিশ্রর নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'J', জেব খানের নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'M', প্রমিত মুখার্জির নাম বোঝাতে ব্যবহার হয়েছে 'P', নির্যাতিতার কাছে বিভ্রান্তি তৈরি করতেই এই ধরনের অক্ষর ব্যবহার, অভিযোগ বিজেপির। সওয়াল জবাবের সময়েও বিভ্রান্তি তৈরির জন্যই এমন অক্ষর, অভিযোগ বিজেপির।



















