Dilip Ghosh : পুত্র সুখ হয়নি, পুত্র শোক হল। বললেন দিলীপ ঘোষ
ABP Ananda LIVE : ABP Ananda Live: তাঁদের বিয়ে হয়েছে এখনও একমাস হয়নি। তার মধ্যেই জীবনে নেমে এল বিপর্যয়। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী, বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে মারা গেলেন। মঙ্গলবার নিউটাউনের ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয় ২৮ বছর বয়সি প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের। আর সেই নিয়ে এবার মুখ খুললেন দিলীপ। (Dilip Ghosh) এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "এটা এমন একটা ঘটনা, যার বর্ণনা দেওয়া যায় না। আমরা কল্পনাই করতে পারছি না। আমি তো এখনও বুঝতে পারছি না, কী হল। ওর মা সকালে রান্না করছিল। একটা ফোন এল। সেই অবস্থায় দৌড়ে চলে গেল। এখন এখানে এসে পৌঁছেছি আমরা।" (Rinku Majumdar) দিলীপ আরও বলেন, "কী হয়েছে, কেন হয়েছে, কিছু বুঝতে পারছি না। পুরোটাই রহস্য রয়ে গিয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট এলে বুঝতে পারব কে একটা জলজ্যান্ত ছেলে চলে গেল। বিশেষ করে ওর মা, ছেলে মায়ের সবকিছু ছিল। আমার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়। ওকে নিয়ে খেলা দেখতে গিয়েছি। তার প্রতি মোহ এসে গিয়েছিল। দুর্ভাগ্য় আমার যে পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল। কোনও দিন এমন কল্পনা করিনি।"


















