Sajal Ghosh : 'দুজনেই তোলাবাজ', তৃণমূলের গোষ্ঠীকোন্দল অডিওর মাধ্যমে প্রকাশ্যে আনলেন সজল ঘোষ
ABP Ananda LIVE : বরানগরে প্রোমোটিং করতে গিয়ে তৃণমূলের অন্দরেই কোন্দল I প্রোমোটিংকে কেন্দ্র করে INTTUC নেতা এবং যুব তৃণমূলকর্মীর বিবাদ I অডিও রেকর্ডিং প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ I অভিযোগ INTTUC নেতা, যুব তৃণমূল কর্মী দুজনেই তোলাবাজ I কে কত ক্ষীর খাবে এই নিয়ে বিবাদ
Panskura Student Death : 'পাশেই পড়েছিল চিপস...তবু পুলিশ বলে ভয় দেখিয়ে মার' সেদিনের ভয়াবহ স্মৃতি উগরে দিলেন মা
আজ তার কোল খালি। ছেলেটা চরম সিদ্ধান্ত নেওয়ার আগে লিখে গিয়েছিল ‘মা আমি বলে যাচ্ছি, যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।’কিন্তু এখন সেই মায়ের কোল খালি। সারা জীবন এই শূন্যতার ভারই বুকে বয়ে বেড়াতে হবে তাঁকে। শেষ স্মৃতি আঁকড়ে বারে বারে ডুকরে উঠছেন তিনি। বলার চেষ্টা করছেন অনেক কিছু । কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না। বললেন, ছেলেটা দোকানে গিয়ে অনেকবার ডেকেছে। ডাকার পরে দেখে রাস্তায় চিপস দুটো পড়ে আছে। দোকানের সাইডে। চিপস গুলি কুড়িয়েও অনেকবার ডেকেছে। সাড়া দেয়নি কেউ। তখনই সাইকেল চালিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে তাকে ধাওয়া করা হয়। চোর চোর বলে লাঞ্ছনা করা হয়। কানধরে ওঠবোসও করানো হয়। মারে। ভয় দেখায়,'বাবা-মাকে নিয়ে যাবে,আমি পুলিশ। ...জেলে ধরিয়ে দেব বলেছে 'বলতে বলতেই আবার হাহাকার করে ওঠেন মা।



















