(Source: ECI/ABP News/ABP Majha)
Snadeshkhali Chaos: সন্দেশখালিতে ইডির ওপর হামলার তদন্তের চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের
ABP Ananda Live: সন্দেশখালিতে ইডির (ED) ওপর হামলার তদন্তের চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের (CBI) । বাড়িতে রাখা বিপুল পরিমাণ অস্ত্র লুকোতেই ইডির উপর হামলার ছক। ইডি অফিসারের ফোন পেয়েই হামলার ছক কষে শেখ শাহজাহান । শেখ আলমগির ও জিয়াউদ্দিন মোল্লাকে ফোন করে ইডির উপর হামলার নির্দেশ । ইডি-র ওপর হামলার সময় শেখ শাহজাহানের বাড়িতে লুকোনো ছিল বিপুল অস্ত্রভাণ্ডার । পরে সেই অস্ত্র শাহজাহান-ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে রেখে আসে শেখ আলমগির । ইডি ওপর হামলার তদন্তের চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের । এনএসজি-কে (NSG) সঙ্গে নিয়ে আবু তালেবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে সিবিআই ।
আরও খবর , দলের সংগঠনে কোনও ভূমিকা নেই বলে যদিও জানিয়েছেন শুভেন্দু। কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের চারকেন্দ্রের ফলাফল নিয়ে তিনি আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। শুভেন্দু জানিয়েছেন, বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাচ্ছেন তাঁরা। কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহেই পিটিশন দায়ের করবেন ওই চার কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন জানাবেন। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্তও চাইতে পারে বিজেপি।