RG Kar News : 'নিহত চিকিৎসকের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী', কান্নায় ভাঙলেন সঞ্জয় রায়ের দিদি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় । 'কী বলব, কিছু বলার নেই । নিহত চিকিৎসকের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী । দোষ করেছে তাই শাস্তি পেয়েছে । আগামী দিনে কোনও লড়াই লড়তে চাই না ।' বললেন ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের দিদি
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা। চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক।
আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের। 'CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে', সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস।
আর জি কর মামলায় আজ রায় জানিয়ে দেন বিচারক অনির্বাণ দাস। আদালতের তরফে বলা হয়, '৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন। আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরেন। মুখ চেপে যৌন হেনস্থা করেন, আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন।'


















