Rail Accident: মালগাড়ির মৃত চালকের ঘাড়ে দোষ ঠেলার চেষ্টা করেছিল রেল? সেই প্রশ্ন আরও জোরাল
ফাঁসিদেওয়ার ট্রেন দুর্ঘটনার পর, মালগাড়ির মৃত চালকের ঘাড়ে দোষ ঠেলার চেষ্টা করেছিল রেল বোর্ড। এবার রেলের অন্দরেই, তা নিয়ে শোনা গেল ভিন্ন সুর। রেলের অভ্য়ন্তরীণ রিপোর্টে, মালগাড়ির চালককে দোষী করে দেওয়া রিপোর্টে 'নোট অফ ডিসেন্ট' দিলেন চিফ লোকো ইন্সপেক্টর। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার দিন মালগাড়ির চালককে T-369 (3B) মেমো ইস্য়ু করা হয়। যার অর্থ সংশ্লিষ্ট সেকশন ক্লিয়ার রয়েছে। এই বার্তার ভিত্তিতেই কি গতি বাড়ান চালক? প্রশ্ন বিশেষজ্ঞদের। রেল কি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে? শুরু থেকে এই প্রশ্ন তুলেছে এবিপি আনন্দ। এবার সেই প্রশ্ন আরও জোরাল হল, রেলের অভ্য়ন্তরীণ রিপোর্টে দেওয়া চিফ লোকো ইন্সপেক্টরের 'নোট অফ ডিসেন্টে'।


















