Sealdah Train: শিয়ালদা থেকে ছাড়়া সব লোকাল ট্রেনই এবার থেকে হবে ১২ বগির! ABP Ananda Live
West Bengal News: শিয়ালদা থেকে ছাড়়া সব লোকাল ট্রেনই এবার থেকে হবে ১২ বগির। কাজ শেষ ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মেরও। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির লোকালে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন।
চরম দুর্ভোগের পর এবার বারো কামরার সুখ! ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে আগেই শুরু হয়েছিল। এবার যুক্ত হল ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম। ফলে, ১২ কামরার লোকাল ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠল শিয়ালদার প্রথম ৫ টি প্ল্যাটফর্মও। দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে।
দূরপাল্লার ট্রেনের পাশাপাশি, প্রতিদিন এখান থেকে ছাড়ে অসংখ্য লোকাল ট্রেন। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, ১২ কামরার লোকাল ঢোকা-বেরনোর উপযোগী হয়ে ওঠায়, সুবিধা হবে যাত্রীদের।
রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনের হাতে রয়েছে মোট ১১০টি রেক। তার মধ্যে ৩৮টি রেক ছিল ৯ বগির, বাকিগুলি ১২ বগির। প্রতি দিন শিয়ালদা থেকে বিভিন্ন শাখায় চলাচল করে ৮৯২টি লোকাল ট্রেন। ৬ থেকে বাকি প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন ঢুকতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারত না।