SFI: বিধানসভার গেটে SFI সমর্থকরা, ব্যাপক ধস্তাধস্তি, গ্রেফতার সৃজন ভট্টাচার্য
পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেটে SFI সমর্থকরা। শুধু বিধানসভায় (Assembly) পৌঁছে যাওয়াই নয় মিছিল থেকে বেশ কয়েকজন সমর্থক বিধানসভার গেট টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন। যে সময় কার্যত পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। পুলিশ তাদের বাধা দেওয়া শুরু করলে এসএফআই সমর্থকদের বার্তা, মিছিল করে এসে কথা বলতে চেয়েছিলাম, সেটা করতে দেওয়া হয়নি। হাওড়া, শিয়ালদায় আমাদের কমরেডদের আটকে দিয়ে হেনস্থা করা হয়েছে।
বিধানসভার মূল গেটের সামনে জলকামান সহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এসএফআই কর্মী-সমর্থকরা পৌঁছে যায় অন্য গেটে। বিধানসভার ওয়েস্ট গেটে শুধু পৌঁছে যাওয়াই নয়, সেটা টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন SFI কর্মী-সমর্থকরা। যে চেষ্টার সামিল ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যও। যে সময় মিছিলটি এসে পৌঁছয় তখন বিধানসভার ওই গেটে খুব বেশি পুলিশি নিরাপত্তা ছিল না। তবে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিী এসে হাজির হয়। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।