Soumendu Adhikari: দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীকে আজ ফের কাঁথি থানায় তলব
দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) আজ ফের কাঁথি থানায় তলব। রাঙামাটি শ্মশানের জমি থেকে পথবাতি, একাধিক দুর্নীতির মামলায় সৌমেন্দুকে তলব। হাইকোর্ট সৌমেন্দুকে রক্ষাকবচ দিলেও পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়
চিটফান্ড মামলায় জামিন পাওয়ার পর, এবার তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন পুরপ্রধান রাজু সাহানি। তাঁর অভিযোগ, রসিদ না দিয়েই কর আদায় করছে হালিশহর পুরসভা। বাম আমলের দুর্নীতি এবার তৃণমূল জমানাতেও দেখা যাচ্ছে বলে দাবি করেন চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজু সাহানি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। পুরসভা থেকে পঞ্চায়েত সর্বত্র দুর্নীতি করেছে তৃণমূল।
গোষ্ঠীকোন্দলের জেরে তা সামনে আসছে, কটাক্ষ করেছে বিজেপি।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)