Jaynagar incident: কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছল জনগরের নিহত নাবালিকার দেহ | ABP Ananda Live
ABP Ananda Live: কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছল জনগরের নিহত নাবালিকার দেহ। পুলিশ মর্গে তাঁর দেহ রাখা হয়েছে। এখানে ময়নাতদন্ত হবে। জেএনএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন কল্যাণী এইমসের ময়নাতদন্তকারী চিকিৎসকরা। উপস্থিত রয়েছেন বারুইপুরের এসিজেএম। গতকাল জয়নগর-কাণ্ডে এসিজেএম-এর উপস্থিতিতে কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি নির্দেশ দেন, কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। প্রথম থেকেই সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চায়নি নাবালিকার পরিবার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানান তাঁরা। এরপরেই কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি।