South 24 Pargana News: ফের রাজ্যে বেআইনি বাজি কারখানার হদিশ, এবার দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে।
South 24 Pargana Update: ফের রাজ্যে বেআইনি বাজি কারখানার হদিশ, এবার দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে। বেআইনি বাজি কারখানায় ল্যাবরেটরির হদিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার বিভিন্ন রাসায়নিক ও প্রচুর পরিমাণ বারুদ। জীবনতলা থানার পুলিশ ও ক্যানিংয়ের এসডিপিও-র নেতৃত্বে অভিযান। বেআইনি বাজি কারখানা থেকে গ্রেফতার। নদিয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে কটূক্তি তৃণমূল। পায়রাডাঙায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে, বিরোধী দলনেতার কনভয় যাওয়ার পথে কটূক্তি শাসক দলের কর্মী-সমর্থকদের। গাড়ি থেকে নেমে তেড়ে যান শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় শ্যুটআউট। মুর্শিদাবাদের বহরমপুরে পুরনো বিবাদের জেরে যুবককে গুলি, আহত ভর্তি হাসপাতালে। জমি বিবাদে পশ্চিম বর্ধমানের কাঁকসায় গুলি, এলাকায় আতঙ্ক। ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় শ্যুটআউটের (Shoot Out)ঘটনা। মুর্শিদাবাদে (murshidabad)ফের দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে। পায়ে গুলি লেগে মুর্শিদাবাদে মেডিক্যালে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক।