Fake Voters List: চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে ক্রমশ জল্পনা তৈরি হচ্ছে এবং তা বৃদ্ধি পাচ্ছে
ABP Ananda Live: চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে ক্রমশ জল্পনা তৈরি হচ্ছে এবং তা বৃদ্ধি পাচ্ছে। ২৬ এবং ৪১ নং ভোটার লিস্টে প্রায় ৪০০ নতুন ভোটারের নাম। ভোটার লিস্টে থাকা নতুন ভোটাররা এলাকার বাসিন্দা নন। এমনটাই দাবি করছেন স্থানীয়া।
খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরা। পথচারী মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা তিন বাইক আরোহীর। ব্যর্থ হয়ে বাইক থেকে নেমে চোখ রাঙানিও। অভিযোগ, শেষ পর্যন্ত হার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কলকাতার অভিজাত এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ওই মহিলা। (Kolkata News)
শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ ঢাকুরিয়া ঝিল পাড় রোড ধরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে রায়। অভিযোগ, প্রথমে চলন্ত বাইক থেকেই তাঁর গলায় থাকা হার ছিনতাইয়ের চেষ্টা করে তিন দুষ্কৃতী। হার ছিঁড়ে নিতে ব্যর্থ হওয়ায়, বাইক থেকে নেমে এসে রীতিমতো চোখ রাঙানো হয় তাঁকে। আঙুল উঁচিয়ে, হুমকি দিয়ে হার খুলে নেয় দুষ্কৃতীরা। তার পর চম্পট দেয় তারা। (Kolkata Chain Snatching)



















