SSC News | নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে SSC | HIgh Court | ABP Ananda Live
ABP Ananda Live: নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে SSC। 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা?' 'সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে, পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে'। সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন? কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না?' '৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হল না?' সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য ও SSC-কে, নির্দেশ হাইকোর্টের।
গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন TMCP নেতা মনোজিতকে কসবার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের সুপারিশ করে কলেজেরই পরিচালন সমিতি। যার মাথায় রয়েছেন তৃণমূলেরই বিধায়ক অশোক দেব। তবে এই ঘটনা শুধু এই একটি কলেজের নয়। কলকাতার একাধিক কলেজে রয়েছে, যেখানে স্থায়ী কিংবা অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে, TMCP-র প্রাক্তন নেতা অথবা প্রাক্তন GS-দের। সূত্রের খবর, আশুতোষ কলেজে ছাত্র সংসদের একদা দোর্দণ্ডপ্রতাপ এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা হেড ক্লার্কের চাকরি পেয়েছেন! সুরেন্দ্রনাথে কলেজে এমন ৪ জনকে নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্য়ে কেউ ছিলেন তৃণমূলের ছাত্রনেতা, কেউ ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এখন সেখানকার নন টিচিং স্টাফ। গুরুদাস কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের একদা সাধারণ সম্পাদক এখন শিক্ষাকর্মী। মণীন্দ্র কলেজে ৫ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে, যার মধ্য়ে দু'জন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজেও শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এই সমস্ত নিয়োগই হয়েছে ২০১১ সালের পর। অর্থাৎ তৃণমূলের জমানায়



















