SSC News: 'মিনিমাম বল প্রয়োগ' লাঠিচার্জ প্রসঙ্গে বলছে পুলিশ | Teachers Protest
ABP Ananda Live: 'বিকাশ ভবনের আটকে থাকা কর্মচারীদেরও তো একটা অধিকার আছে। তাঁরা তো কোনও অন্যায় কাজ করেননি, তাঁরা কাজ করতে এসেছিলেন' শিক্ষকদের উপর লাঠিচার্জের ব্যাখ্যা পুলিশের। 'কর্মচারীদের বাইরে বার করতে গিয়ে যেটুকু বলপ্রয়োগ করতে হয়, তা করা হয়েছে' বলল পুলিশ।
জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে: সংগ্রামী যৌথমঞ্চ
এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাটক করতে। আবার কোর্টে গেলে হেরে যাবেন। জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। সাংবাদিক বৈঠকে মন্তব্য সংগ্রামী যৌথমঞ্চের।
রক্তাক্ত হয়েও মামলার মুখে
পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। তাঁদের বিরুদ্ধেই মামলা রুজু করল পুলিশ। বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দেখানোয় সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধরের ধারা যোগ।



















