SSC News: নিয়োগ দুর্নীতির জেরে SSC-তে চাকরি বাতিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার থেকে কলকাতা
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতির জেরে SSC-তে চাকরি বাতিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার থেকে কলকাতা। সল্টলেকে বাম ছাত্র-যুব ও শিক্ষক সংগঠনের মিছিলে বাঁধল ধুন্ধুমার। কোচবিহারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হল এবিভিপি সমর্থকদের। এদিকে, ওএমআর শিটের কপি চেয়ে বৃহস্পতিবার সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
সুপ্রিম কোর্টের রায়ে হতাশ চাকরিহারারা। তাঁদের প্রশ্ন, তাহলে ৭ এপ্রিল, নেতাজি ইন্ডোরের সভা থেকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে প্রতিশ্রুতি দিলেন, তার কী হল? ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, "যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের।" সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর মুখ্য়মন্ত্রীর আশ্বাসকে দ্বিচারিতা বলে কটাক্ষ করলেন চাকরিহারারা। ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছিলেন, "আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেড, D রেডি এবং E রেডি।" বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। আজও চাকরিহারাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু কার্যত সান্তনার সুরে বলেন, "আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, ফেরত যাওয়া উচিত"। পাল্টা চাকরিহারা মেহবুব মণ্ডল বলছেন, "ওই ৩১ ডিসেম্বর পর্যন্ত, এগুলো আমাদের কাছে এক একটা মৃত্যুর দিন, মৃত্যুর সমতুল্য।"



















