Suvendu On Mamata : দাঙ্গার পর সামসেরগঞ্জে গিয়েছেন মুখ্যমন্ত্রী, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?
ABP Ananda Live : দাঙ্গার পর সামসেরগঞ্জে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে ডেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর সামসেরগঞ্জ সফর নিয়ে জোর নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, 'মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত..' ! এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী কোনও এলাকায় যাননি। এবং মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণভাবে হিন্দুরা বয়কট করেছে। উনি যে ২৫০ চেক দেওয়ার কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। বেতবোনা গ্রাম থেকে ৪০ জন তৃণমূলের লোককে, ৪০ টি চেক উনি ওখানে দিয়েছেন। আজকে মাথাবাড়ি, ধুলিয়ান, সামসেরগঞ্জে সব হিন্দু গ্রাম মমতাকে, বয়কট করেছে। প্রত্যেকে বাড়িতে কালো পতাকা তুলেছে। এবং তাঁরা রাজ্য মানবধিকার কমিশনের সামনে, হাইকোর্ট থেকে লড়াই করে, ধর্না অবস্থান শুরু করেছে। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারও আছে। সামশেরগঞ্জে হিনদুদের ওপর হামলা। ৪০ জন নকল ক্ষতিগ্রস্তকে আজ চেক দিয়েছেন মুখ্যমন্ত্রী।সরকারি সাহায্য প্রত্যাখ্যান হরগোবিন্দের পরিবারের। জাফরাবাদে জোড়া খুনে CBI ও NIA দাবি শুভেন্দুর। 'বেছে বেছে হিন্দুদের ওপর হামলা' বললেন শুভেন্দু।



















