Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড, কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda LIVE: বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড, কটাক্ষ শুভেন্দুর। সোশাল মিডিয়ায় কবিতা লিখে আক্রমণ বিরোধী দলনেতার
মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী!
মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী! সোমবার পুরুলিয়ার বরাভূম স্টেশনে শিউরে ওঠা ছবি। মৃত্যুর দীর্ঘক্ষণ পরও কেউ এগিয়ে আসেননি, অভিযোগ স্থানীয়দের। নিজেই স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে থাকেন মহিলার স্বামী। প্ল্যাটফর্মে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে দেখে হস্তক্ষেপ রেলপুলিশের। সোমবার শান্তা কর্মকার নামে ওই মহিলার মৃত্যু হয়, জানান স্বামী। পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তাঁরা । ট্রেনে প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন, নামেন বরাভূম স্টেশনে। অসুস্থ হয়ে বরাভূম স্টেশনেই মৃত্যু হয় স্ত্রীর, দাবি স্বামীর। কেউ এগিয়ে না আসায় নিজেই দেহ কাঁধে তুলে নেন। পরে দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে রেলপুলিশ। কেন আগে হস্তক্ষেপ করল না, রেলপুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের।



















