Republic Day: রাজপথে থাকছে বাংলার ট্যাবলো, এবার থিম দুর্গাপুজো | ABP Ananda
1.আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি (Netaji Subhash Chandra Bose)। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি (BJP) সরকার এবং প্রধানমন্ত্রী (Narendra Modi)সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে। নেতাজির জন্মদিবসের (Netaji Birth Anniversary)অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর (suvendu Adhikari)।
2.ধরা পড়েছে অনেক হরিণ, হিরণ-বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের (Madan Mitra)। নিয়ে নিন না, ঝামেলা মেটে, পাল্টা দিলীপের (Dilip Ghosh) মন্তব্যে বাড়ল জল্পনা।
3.২ বছর পর অবশেষে দিল্লিতে (Delhi) প্রজাতন্ত্র দিবসের (Republic Day) রাজপথে থাকছে বাংলার ট্যাবলো। এবার থিম দুর্গাপুজো (Durgapuja)। ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।