Ananda khobor seg3: আজ সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানি হওয়ার সম্ভাবনা | Bangl News
সুপ্রিম কোর্টে আজ বকেয়া DA মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। গতবছরের ২০ মে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও, তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর মধ্যে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা। সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।
হাইকোর্টের নির্দেশে আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। গতকাল রাত থেকেই পুরসভার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। পুরসভা চত্বর ও আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অশান্তি এড়াতে পুরসভার আশপাশের রাস্তায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। ১২ আসনের ঝালদা পুরসভায় বর্তমানে কংগ্রেসের ৬, তৃণমূলের ৫ এবং একজন কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর রয়েছেন।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজখবর নিতে, কলকাতায় এলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন প্রতিনিধি। আজ যাবেন হাইকোর্টে। অন্যদিকে রুল জারির বিরুদ্ধে আজ কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্যের বার কাউন্সিল। যদিও সেখানেও ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাবে অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojna) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি (Central Team) দল। পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। বিজেপিকে (BJP) নিশানা করছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। টাকা দেয়, হিসেব তো নেবেই, পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।
নেপালে বিমান দুর্ঘটনার ঠিক আগের ভয়ঙ্কর মুহূর্ত। বিমান দুর্ঘটনায় মৃত ৫ জন ভারতীয়ই উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। ১৩ জানুয়ারি নেপাল ঘুরতে গিয়েছিলেন। দুর্ঘটনার আগে এই পাঁচজন ভারতীয় ফেসবুক লাইভ করছিলেন। তাঁদের মধ্যে সোনা জয়সওয়াল ভিডিও শ্যুট করছিলেন। ভিডিওতে বিমান দুর্ঘটনার বিস্ফোরণের আওয়াজ।