West Bengal News: এবছরও পেট্রাপোলে নো ম্যানস ল্যান্ডে উদযাপন করা হল না ভাষাদিবস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২১ শে ফেব্রুয়ারির চেনা পেট্রাপোলে অচেনা ছবি। প্রতিবছরের মতো এবছরও পেট্রাপোলে নো ম্যানস ল্যান্ডে উদযাপন করা হল না ভাষাদিবস। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বদলে গেল ২ বাংলার মিলনের ছবি।
হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ
হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ। তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়াদের জন্যই কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে চিকিৎসক পড়ুয়াদের। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই সরকারি হাসপাতালে বহিরাগত দৌরাত্ম্যের বিষয়টি আরও ব্যাপকভাবে সামনে এসেছে। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট একাধিকবার হাসপাতালে বহিরাগতদের দাপটের অভিযোগে সরব হয়েছে। এবার সেই বহিরাগত ইস্যুতেই কড়া হচ্ছে NRS কর্তৃপক্ষ।



















