(Source: Poll of Polls)
Susanta Ghosh : গুলজারের আস্তানায় মিলল না কিছুই, সব কিছু সরিয়ে দিয়েছেন গুলজারের স্ত্রী?
ABP Ananda LIVE : কসবায় কাউন্সিলরের উপর হামলা, গুলজারকে নিয়ে তল্লাশিতে পুলিশ। গুলজারকে সঙ্গে নিয়ে কসবার গুলশন কলোনির আস্তানায় পুলিশ। গুলজারের আস্তানায় মিলল না কিছুই, সব কিছু সরিয়ে দেওয়ার দাবি: সূত্র। ঘটনার দিনই সব কিছু সরিয়ে দিয়েছেন গুলজারের স্ত্রী, অনুমান পুলিশের।
নিয়োগদুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঘিরে দুই বিচারপতির ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্ন মত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই হবে ভাগ্য নির্ধারণ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার।