Firhad Hakim: 'রেখা পাত্রকে ভদ্রমহিলা বলেই সম্বোধন করেছি', বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দিলেন ফিরহাদ
ABP Ananda Live: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Comment Controversy)। তাঁর ব্যাখ্যা, হেরে ভূত, হেরো মাল, বলতে চেয়েছেন বিজেপিকে। একইসঙ্গে নারীদের আমি মাতৃরূপে দেখেন বলেও মন্তব্য করেন।
আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই আবহেই এবার সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেন তিনি। ফিরহাদ বলেন, "এখানে প্রার্থী দিয়ে দিলেন সন্দেশখালিতে। সে ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গিয়ে হেরো মাল কয়েকলক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করল। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না।''
![WB Budget : আমরা যা বলি, কথা রাখি। প্রতিশ্রুতি পূরণ করে না কেন্দ্র। নিশানা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/bd2f87ff8c3ce6400eb7a9e315d3a7d91739386610848535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Budget:পাখির চোখ ২৬ এর ভোট। বাজেটে গ্রামীণ উন্নয়নে নজর। বাংলা বাড়ি প্রকল্পে বরাদ্দ বেড়ে কত কোটি ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6fb943a7a06be9d0ed6c7eefa085476c1739385775790535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP on Budget : উত্তপ্ত বাজেট অধিবেশন। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। নিন্দায় সরব স্পিকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/66b39eebfbb7f87dc26cda0024e18aa71739382987644535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ। এলাকায় মিছিল তৃণমূলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/92646db86e54c9f520a73540da9f2cbc1739382636842535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata on Karmashree Scheme : কর্মশ্রী প্রকল্পে ৬১ কোটি কর্মদিবস তৈরি করেছি : মুখ্যমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/12c752090e768d66f7794dd2c91f41bc1739381797833535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)