Kunal on Sukanta : 'এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে', কুকথাকাণ্ডে অনড় সুকান্ত, পাল্টা কী বললেন কুণাল?
ABP Ananda Live: পুলিশকে নিশানা করে সুকান্তর মন্তব্যে বিতর্ক। অবস্থানে অনড় বিজেপি রাজ্য সভাপতি। আবার বলছি, যাঁরা দেহ ব্যবসা করেন, নীতি মেনে চলেন, কলকাতা পুলিশের কোনও নীতি নেই: সুকান্ত । পাল্টা কী বললেন কুণাল?
US Travel Advisory for India: 'ভারত ধর্ষণ, হিংসা, সন্ত্রাস কবলিত দেশ, মহিলারা খুব সাবধান', নাগরকিদের সতর্ক করল আমেরিকা
ভারত ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। সেই মর্মে দ্বিস্তরীয় নির্দেশিকা জারি করেছে US Embassy & Consulates in India. বলা হয়েছে, ভারতে ধর্ষণ, হিংসা, সন্ত্রাসের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ থেকে বিরত থাকাই ভাল। বিশেষ করে মহিলাদের একা একা ভারতে আসা উচিত নয়। ভারতে বসবাসকারী আমেরিকার নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। (US Travel Advisory for India)। নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতে যে হারে অপরাধ এবং সন্ত্রাস বেড়ে চলেছে, তাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কিছু এলাকায় বিপদ বেশি। হিংসাত্মক অপরাধ, সন্ত্রাসী হামলা ঘটে ভারতে। ভারতে ধর্ষণের মতো অপরাধ সবচেয়ে বেশি। হিংসাত্মক অপরাধের মধ্যে যৌন নির্যাতনও রয়েছে। পর্যটক অধ্যুষিত জায়গা এবং অন্যত্রও এমন অপরাধ ঘটে’। (US-India Relations)



















