(Source: ECI/ABP News/ABP Majha)
Tmc Leader Arrest: গ্রেফতারের কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গ্রেফতারের কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন। শ্লীলতাহানি-মারধরের অভিযোগ, জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, মানলেন সরকারি আইনজীবী।
রথযাত্রা উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।
জগন্নাথ দেবের রত্নভাণ্ডার নিয়ে সিদ্ধান্ত হবে ৯ তারিখের বৈঠকে। কিন্তু কী আছে রত্ন ভাণ্ডারে, জানালেন পুরীর রাজা গজপতি দিব্য সিংহ দেব।
রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত।