TMC News: আসানসোলে ভিনরাজ্যের শ্রমিকদের কার্যত শাসানি দিতে দেখা গেল তৃণমূলের রাজ্য কমিটির নেতাকে
ABP Ananda LIVE : বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার। আর সেই আবহেই এবার, পশ্চিম বর্ধমানের আসানসোলে, ভিনরাজ্যের শ্রমিকদের কার্যত শাসানি দিতে দেখা গেল, তৃণমূলের রাজ্য কমিটির নেতা ও আসানসোল পুরসভার কাউন্সিলর অশোক রুদ্রকে। তৃণমূল কাউন্সিলরের মুখে শোনা গেল বহিরাগত শ্রমিকদের এ রাজ্যে কাজ করতে না দেওয়ারও হুমকি। যা ঘিরে ইতিমধ্যেই, জোর তরজা শুরু হল শাসক বিরোধী শিবিরে।
West Bengal News Live: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের, পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।



















