Madan Mitra : "ওরা বাংলাদেশ বানিয়ে দেবে, আর আমরা চুপচাপ বসে থাকব?'', যাদবপুরকাণ্ডে আক্রমণে মদন
ABP Ananda LIVE : অরূপ বিশ্বাসের '১ মিনিটের' পর মদন মিত্রের '৩০ সেকেন্ডের' হুঁশিয়ারি! ৩০ সেকেন্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুঁশিয়ারি মদন মিত্রের। 'এনাফ ইজ এনাফ, মমতা সংযত থাকতে বলেছেন বলে সংযত আছি'। খুব তাড়াতাড়ি এই সংযম ভেঙে যাবে, হুঙ্কার মদন মিত্রের। 'মমতাকে কোনও নির্দেশ দিতে হবে না, শুধু TMCP-কে বলুন বুঝে নিতে'। 'অরূপ ১ মিনিট চেয়েছে, আমি ৩০ সেকেন্ড নেব'। যাদবপুরের আন্দোলনকারীদের চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। 'কারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে?'ওরা বাংলাদেশ বানিয়ে দেবে, আর আমরা চুপচাপ বসে থাকব?''একটা চড় মারলে, দ্বিতীয়টা মারার জায়গা নেই, এতো সাহস?''ওদের যাদবপুর থেকে গলায় গামছা দিয়ে, টেনে বের করে খালে ফেলে দেওয়া উচিত'। যাদবপুরকাণ্ডে হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়কের।
West Bengal News Live: কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের আরও ১৩৪টি ওষুধ
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের আরও ১৩৪টি ওষুধ। নামী ব্র্যান্ডের আরও ১৩৪টি ওষুধ, ইঞ্জেকশন ফেল



















