এক্সপ্লোর
Tapas Saha: দু'টি ফোন বাজেয়াপ্ত CBI-এর, সাধারণ মোবাইল কিনলেন বিধায়ক তাপস
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযান চালাতে এসে তাপস সাহার দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। তৃতীয় ফোন কিনতে এদিন সকালে দোকানে হাজির হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তবে স্মার্ট ফোন নয়, এবার কিনলেন সাধারণ ফোন। ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়ের দরকার রয়েছে, এটা ব্যক্তিগত বিষয়, সকলের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। তাই মোবাইল ফোন, সিমকার্ড দুটোই প্রয়োজন, জানালেন তেহট্টের তৃণমূল বিধায়ক।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















