Saokat Molla: 'যাঁদের টাক পড়ে গেছে তাদের বুদ্ধি বেশি', টাক পড়ে যাওয়া ব্যক্তিদের সম্বর্ধনা সওকত মোল্লার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার 'যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে তাদের বুদ্ধি বেশি' । এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল, জানিয়েছেন সওকত মোল্লা । আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শাসক বিধায়ক
আরও খবর।।।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'। ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন হোমগার্ড। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ হোমগার্ডের। ১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।
গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।
আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? 'আমাদের এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে', চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।