Bangladesh: ওপার বাংলার পরিবারের লোক, এপার বাংলায় বসে চিন্তা নিয়েই দিন কাটছে কাকদ্বীপের বাসিন্দাদের
ABP Anandsa LIVE: ওপার বাংলার পরিবারের লোক। তাই এপার বাংলায় বসে, মাথায় চিন্তা নিয়েই দিন কাটছে কাকদ্বীপের বাসিন্দাদের একাংশের। বাংলাদেশে হিনদুদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন দিকে চলছে প্রতিবাদ। এই আবহে এবার বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হলেন কাকদ্বীপের বাসিন্দারা।
আরও খবর...
হিন্দুদের ওপর আক্রমণ চলার মাঝেই এবার বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ঝামেলার সম্মুখীন হল কলকাতাগামী বাস। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে ছবি পোস্ট করে দাবি করেছেন ত্রিপুরার পরিবহণমন্ত্রী। এদিকে, শুধু বাসই নয় সাম্প্রতিক অতীতে, বাংলাদেশে পণ্য পৌঁছে দেওয়া ট্রাকের ওপরেও হামলা হয়েছে বলে দাবি করেছে ট্রাক মালিকদের সংগঠন।
দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হওয়া লোকাল ফের চালু করার দাবি, বীরভূমের নলহাটি স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। নলহাটি নাগরিক মঞ্চের ডাকে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। অশান্তি এড়াতে RPF-এর পাশাপাশি, র্যাফ ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাটি নাগরিক মঞ্চের তরফে নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।