Sougata Roy: 'ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কি না জানি না' জুনিয়র ডাক্তারদের আক্রমণ সৌগত রায়ের
এবার সৌগতর নিশানায় জুনিয়র ডাক্তাররা। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন সৌগত রায়। তিনি বলেন, 'এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না। ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কি না জানি না। তিন-চারজন অফিসার ট্রান্সফার হয়েছে, তাঁরা তো পারমানেন্ট। সবার ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা উচিত। দুদিন বৈঠক ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, আমাদের গায়ে জ্বালা ধরেছে। জুনিয়র ডাক্তাররা মনে করছে তাঁরা বিপ্লবী হয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করিনি, করার সুযোগ ছিল।'





















