TMC News: ভাইপো ইডির জালে, আজ পিসিও পড়লেন ইডির জিজ্ঞাসাবাদের মুখে!
ABP Ananda LIVE: ভাইপো ইডির জালে! আজ পিসিও পড়লেন ইডির জিজ্ঞাসাবাদের মুখে! ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহ বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেন। এই আবহেই ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা চাঞ্চল্য়কর দাবি করেছেন "রেড করার দরকার আছে। বহুত জায়গায় সম্পত্তি করেছে মায়া সাহা। মায়া সাহার বাড়ির পিছনেই...বেনামে কিনে...নামে কিনে রেখে দিয়েছে। MLA হয়েই তো করল। ...যা উপদ্রব। আমি তো থাকতে পারব না, যদি ওর কিছু না হয়।" যদিও, ইডি দফতরে ঢোকার মুখে জীবনকৃষ্ণ সাহার পিসি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, "সব ভুল বলেছে। সব ভুল বলেছে। দুর্নীতির টাকা নেই, নেই। আমার অ্যাকাউন্টে নেই। আমি জোর গলায় বলছি।" প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর, সন্ধে ৭ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে জেরার পর বেরিয়ে যান মায়া সাহা। আজই টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন --- "ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনও সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করত না। কোনও পলিটিক্য়াল পার্টি করত না।

















