Bratya on Saugata: 'সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগতদা', খোঁচা শিক্ষামন্ত্রীর
ABP Ananda LIVE : সৌগতর কাছে শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা ! মঞ্চেই খোঁচা ব্রাত্যর। 'দৌড়তে দৌড়তে এসেছি কারণ শ্রেষ্ঠ বিধায়ক ডেকেছেন'। বরানগরের অনুষ্ঠানে মঞ্চেই সায়ন্তিকার প্রশংসায় পঞ্চমুখ সৌগত। 'সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগতদা'। আমিও তো এলাকার বিধায়ক, চিরতরুণ মনের গভীর পরিচয়'। স্কুলের অনুষ্ঠানেই এক বিধায়কের প্রশংসায় সাংসদ। খোঁচা শিক্ষামন্ত্রীর।
Uluberia Ganga Accident: গঙ্গায় উত্তাল বান, ৪ জনকে নিয়েই উল্টে গেল স্পিড বোট
উলুবেড়িয়ায় গঙ্গায় বান, মাঝগঙ্গায় উল্টে গেল স্পিড বোট। সোমবার সকালে নদীতে বান আসার কারণে উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুর এলাকায় নদীতে থাকা স্পিড বোট মাঝ নদীতে চলে যায়। সেই সময় বানের তোড়ে মাঝগঙ্গায় উল্টে যায় স্পিড বোটটি। চোখের সামনেই ঘটে যায় ঘটনাটি।
যখন বান আসে সেই সময় গঙ্গায় উত্তাল অবস্থা। স্পিড বোটে থাকা চারজন নদীতে পড়ে যায়। যদিও সেই সময় মাঝ নদীতে থাকা একটি লঞ্চ তাঁদের উদ্ধার করায় বড় বিপদ হয়নি। মাঝগঙ্গায় গিয়ে উল্টে যাওয়া স্পিডবোটকে উদ্ধার করল নদীর পাড়ে থাকা নৌকা ও লঞ্চ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর৷



















