TMC News: 'একজন হিন্দু প্রকৃত হিন্দু কিনা, শুভেন্দু অধিকারী ঠিক করে দেবেন ?' মন্তব্য রাজীবের
ABP Ananda Live: 'হঠাৎ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপির যেসব নেতারা রয়েছেন হঠাৎ করে যেন মনে হচ্ছে হিন্দুদের ধ্বজা, সনাতনীদের ধ্বজা যেন সেই ধরে রেখেছেন। একজন হিন্দু সে প্রকৃত হিন্দু কিনা এটা কি শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে ? ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবে? হিন্দু ধর্ম করতে গেলে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটাকেই মান্যতা দিতে হবে। সনাতন ধর্মের মূল আদর্শটা কী ? সনাতন ধর্মের কথায় মূল আদর্শটা কী ? সনাতন ধর্মের কথায় হচ্ছে নিজের ধর্মকে ভালবাস, অপরের ধর্মকে শ্রদ্ধা কর। আজকে যদি সনাতন ধর্ম কেউ পালন করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি একদিকে যেমন হিন্দুদের জন্য করছেন তেমনি অন্যান্য ধর্মের মানুষের জন্যও করছেন। তিনি প্রকৃতপক্ষে মানবধর্ম পালন করছেন'। বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
সবকিছুর পারমিশন লাগে নাকি? কার বাড়িতে কালীপুজো হবে। পারমিশন লাগবে? কার বাড়িতে বিয়ে হবে। পারমিশন লাগবে? এটা কি মোঘল সাম্রাজ্য চলছে? পুলিশকে ইনফর্ম করা হয়েছে। পুলিশের কাজ বিষয়টা যাতে নির্বিঘে হয় সেটা দেখা। পুজো হবে কিনা, শোভাযাত্রা হবে কিনা, সেটা যারা আসবেন তারা ঠিক করবেন।



















