Humayun Kabir: '২২ ডিসেম্বর নতুন দল', জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক
ABP Ananda LIVE: ছাব্বিশের আগেই হুমায়ুন কবীরের নতুন দল? বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের। ২২ ডিসেম্বর নতুন দল, জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'নতুন দলের চেয়ারম্যান আমি, আগেই ঘোষণা করে দিলাম। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ২২ ডিসেম্বর। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে। হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জনসভা করব। এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই', হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১.১ কোটি টাকা
পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১.১ কোটি টাকা। বাজেয়াপ্ত ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির। গতকাল একযোগে ৭ জায়গায় অভিযান চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিংহ সহ ৩ ব্যবসায়ীর বাড়িচে হানা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও অভিযান চলে




















