TMC News: কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা : তৃণমূল কংগ্রেস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা' । 'সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী' । 'শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে' । শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের । মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তিনি এ নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, দাবি কুণাল ঘোষের
আরও খবর..
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।