TMC News: 'ভূতুড়ে' ভোটার নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক, কী বার্তা অভিষেকের
ABP Ananda Live: 'ভূতুড়ে' ভোটার নিয়ে অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক। 'গুজরাতের ভোটারের নাম বাংলায়, এটা বিজেপির চক্রান্ত'। নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিযোগ অভিষেকের: সূত্র । 'ভূতুড়ে ভোটার চিহ্নিত করা থেকে ভোটার লিস্টে সংশোধন'। 'দিল্লি থেকে কারচুপি চলছে, আমরা সব ধরে ফেলেছি'। কোর কমিটি সিদ্ধান্ত স্থগিত, ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার 'টিম' অভিষেক। 'মহারাষ্ট্রে ৩৯ লক্ষ ভুয়ো ভোটার ছিল, ৭৮টির মধ্যে ৬৫টি জিতেছে বিজেপি'। এই ভুল করা চলবে না, সতর্ক থাকতে হবে'। 'মহারাষ্ট্রে এই ভুল করেছে কংগ্রেস-এনসিপি শিবসেনা'। 'এখানেও বিজেপি একইভাবে ভুয়ো ভোটার ঢোকাতে চায়'। 'আমরা আগে থেকে এসব ধরে ফেলেছি, বাংলা সবার থেকে আলাদা'। ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে, আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুুয়ারে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।




















