TMC: ২৫ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস ব্যাপী প্রচারে নামছে তৃণমূল (TMC)
'২৫ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল'
'তৃণমূলে নবজোয়ার নাম দিয়ে কর্মসূচি শুরু করছে তৃণমূল' ---
'শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন তো হবেই, প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেব'
'৬০ হাজার গ্রামীণ বুথে কে প্রার্থী হবে, তা নিয়ে মানুষের মতামত নেব' --
'এমন কাউকে প্রার্থী করা হবে, যে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে'
'সব ভোটেই বন্ধ ঘরে প্রার্থী ঠিক হত, সুপারিশ আসে, সিদ্ধান্ত নেয় নেতৃত্ব'
'ভারতে প্রথমবার গ্রামে মানুষের পঞ্চায়েত করতে মানুষের মতামত নিতে চলেছি'
'৯-১০ বছর সাংসদ জীবনে যা অভিজ্ঞতা, তাতে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ'
পঞ্চায়েতই সমাজের শিরদাঁড়া, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মন্তব্য অভিষেকের
জনসংযোগ
'২৫ এপ্রিল দিনহাটা থেকে কর্মসূচি শুরু, ২৪ জুন শেষ হবে সাগরে'
'২ মাস টানা রাস্তায় থাকব, কলকাতায় ফিরব না'
'গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে প্রার্থী নিয়ে গোপন ব্যালটে মতামত নেব'