Tmc news: তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা, গ্রেফতার তৃণমূলকর্মী বুলেট মির্জা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা । ঠিকা শ্রমিকের মা-কে মারধরের অভিযোগ । মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের তৃণমূলকর্মী বুলেট মির্জা । মুম্বইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে । টাকা না দিলে তাঁকে ময়ূরেশ্বরে ফিরে আসতে না দেওযার হুমকি দেওয়ার অভিযোগ
মুম্বইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল । বুলেট মির্জার নেতৃত্বে মারধর চালানোর অভিযোগ । ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করি, দাবি বুলেট মির্জার
আরও খবর..
শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও।
একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়।
বোলপুরে বাড়িতে আগুন লাগার ঘটনায় এবার মৃত্যু হল গৃহকর্তারও। কীভাবে আগুন তা নিয়ে এখনও রহস্য। গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হয় ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত মহিলার স্বামী। মৃতের পরিবারের অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার জেরেই পুড়ে মৃত্যু হয় বাবা-মা-ছেলের। কীভাবে আগুন , পারিবারিক বিবাদ নাকি, ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ।